বুলেট ট্রেন প্রকল্পেও ভারত। এই প্রকল্পের অধিকাংশ কাজই হবে বিভিন্ন ভারতীয় সংস্থার মাধ্যমে। যন্ত্রপাতি, লাইন পাতা, সেতু তৈরি, এমনকী জলের নিচে টানেল তৈরির মতো কাজও করবে ভারতীয় সংস্থাই। বাকি কাজ করবে জাপানি সংস্থাগুলি। শুক্রবার একথা জানিয়েছেন রেল বোর্ডের চেয়ারম্যান এবং সিইও ভি কে যাদব। তবে পরিস্থিতির দরুন, প্রধানমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্প ৫ বছর পর্যন্ত পিছিয়ে যেতে পারে।
