ন্যায্য কমিশনের দাবিতে সরব ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলারস আসোসিয়েশন। বুধবার নদিয়ার কৃষ্ণনগরে তারা প্রথমে মিছিল এবং পরে জেলার প্রশাসনিক অফিসের সামনে পথসভা করে। এদিন নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে রেশন ডিলাররা মোট ২০ দফার দাবী নিয়ে জেলা খাদ্যনিয়ামক আধিকারিকের কাছে ডেপুটেশন জমা করে। অ্যাসোসিয়শনের প্রধান দাবী হল, ন্যায্য কমিশন, এবং কেন্দ্র এবং রাজ্যের রেশন ব্যবস্থার পরিবর্তন। সেখানে উপস্থিত ছিলেন,আসোসিয়েশনের সম্পাদক মানস কুমার দে এবং সভাপতি জয়দেব সাহা। তবে তাদের এই প্রতিবাদের তদারকি করবেন বলে আশ্বাস দিয়েছেন খাদ্য নিয়মক আধিকারিক বাবুল ভক্ত।
