আগামী ৬ ফেব্রুয়ারি ফের আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয় সালমান খানকে। ১৯৯৮ সালে যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণকে হত্যা করার অভিযোগ ওঠে সালমান খানের বিরুদ্ধে। এই মামলায় পাঁচ বছরের জন্য কারাবাসের সাজাও হয় অভিনেতার। ২০১৮ সালে যোধপুর দায়রা আদালত ব্যক্তিগত ভাবে ৫০ হাজার টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন। তাঁর পর থেকে তিনি জেলের বাইরেই। মহামারীর কারণে তিনি আদালতে গিয়ে গিয়ে হাজিরা দিতে পারবেন না বলে জানান সলমনের আইনজীবী নিশান্ত বোরা। পাশাপাশি সেই আবেদন মঞ্জুর করেন বিচারপতি দেবেন্দ্র কচাওয়াহা। সেই সঙ্গে জানিয়ে দেন, আগামী ৬ ফেব্রুয়ারি সলমনকে আদালতে হাজির হতেই হবে।
