দঃ ২৪ পরগনা জেলার বকুলতলা মেহেনতী সংঘের মাঠে দিল্লির চলমান কৃষক আন্দলনের প্রেক্ষাপটে ও ঐতিহাসিক তেভাগা আন্দলন ও দঃ ২৪ পরগনা গণ আন্দোলনের ১৮২জন শহীদ শ্মরণে ও কমরেড আমিরালী হালদার শ্মরণ দিবসে এক ঐতিহাসিক সমাবেশে ডাক দেন SUCI পার্টীর দঃ ২৪ পরগনা জেলা কমিটি।
উক্ত সভায় উপস্থিত ছিলেন দেবপ্রসাদ সরকার-জেলা সম্পাদক (পলিট ব্যুরো সদস্য), চন্ডিদাস ভট্টাচার্য-রাজ্য সম্পাদক, ডাঃ তরুণ মন্ডল- প্রাক্তণ সাংসদ,রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য। উক্ত সমাবেশে সাংসদ তরুণ মন্ডল বলেন বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকার দুজনেই একত্রিত হয়েই দেশটা বেচে দিচ্ছে ও কেন্দ্র সরকার কৃষক বিরোধী যে বিল পাশ করেছেন,
সেই বিল প্রত্যাহারের দাবিতে ৫০ হাজার এর বেশি জনগনকে নিয়েই আজকের এই সমাবেশ এবং রাজ্যের শাসকদলের যে হার্মাদ বাহিনি যে সমস্ত দুর্নীতি চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে এই সমাবেশে।