নিত্য প্রয়োজনীয় পন্যের দাম আকাশ ছোঁয়া হওয়ায়, হাঁপিয়ে ইঠছেন সাধারণ মানুষ। তার মধ্যেই ক্রমাগত বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম। সোমবার জ্বালানির দাম আরও বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ফলে দু বছরের মধ্যে রেকর্ড গড়েছে পেট্রোল ডিজেলের দাম। তবে উল্লেখ্য, মেট্রো শহরগুলির মধ্যে বানিজ্য নগরে পেট্রোল ও ডিজেলের মূল্য সবথেকে বেশী।
