করোনা আবহে বন্ধ রেল পরিষেবা থেকে টিকিট বুকিং। শুধুই চলছে কিছু স্পেশ্যাল ট্রেন। পুজোর আগে লোকাল ট্রেন চালাবার ভাবনাচিন্তায় রয়েছে কেন্দ্র। তবে এবার যাত্রী সুবিধার্থে খুলে যাচ্ছে রেলের টিকিট রিজার্ভেশন কাউন্টার। বৃহস্পতিবার এমটাই ঘোষণা করল দক্ষিণ পশ্চিম রেলওয়ে। জানানো হয়েছে কম্পিউটার পরিচালিত টিকিট বুকিং কাউন্টারগুলি খুলে দেওয়া হচ্ছে। ১৬ই অক্টোবর থেকে এই সিদ্ধান্ত জারি করা হবে। তবে টিকিট কাটার জন্য যাত্রীদের বিশেষ নির্দেশিকা মেনে চলতে হবে বলে জানিয়েছে দক্ষিণ পশ্চিম রেলওয়ে। সরকারি এক বিবৃতিতে দক্ষিণ পশ্চিম রেলওয়ে জানিয়েছে, দক্ষিনের একাধিক স্টেশনে খুলে যাচ্ছে টিকিট রিজার্ভেশন কাউন্টার। উৎসবের মরসুমে এই সুবিধা দেওয়াতে কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ মানুষজন।