সোনার বাংলা রাস কমিটির এবারের পুজোর থিম ফুলের রথ ঘোড়ালিয়াতে। নদিয়ার শান্তিপুরের সোনার বাংলা রাস কমিটির পুজো এবার তৃতীয় বছরে পদার্পন করল। প্লাস্টিক ফুলের দ্বারা দারুন কারুকার্যের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে প্যান্ডেলটি। সোনার বাংলা রাস কমিটির এক সদস্য বলেন করোনা আবহে প্রশাসনের নির্দেশিকা মেনে খোলা প্যান্ডেলের মধ্যে দিয়েই পুজোর থিম ফুটিয়ে তোলা হচ্ছে।
