ফের ইসলামাবাদকে কড়া ভাষায় তোপ দাগলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শনিবার ভারতীয় বায়ুসেনার এক অনুষ্ঠানে তিনি ইসলামাবাদের বিরুদ্ধে বলেন, চারটে যুদ্ধে হেরেও সন্ত্রাস ছড়িয়ে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। সাথেই সীমান্তে ঘটিয়ে চলেছে একের পর এক দুষ্কর্ম। বিপক্ষ দেশকে আক্রমণের পাশাপাশি তিনি ভারতীয় নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। তবে ভারত যে যুদ্ধ চায় না, তাও এদিন পরিষ্কার করে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। বরং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানই যে দেশের লক্ষ্য তা জানান তিনি।
