
ভারত-চিন সীমান্ত বিবাদ নিয়ে সংসদে বিবৃতি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহর। মঙ্গলবার রাজনাথ সিংহ সংসদে বলেছেন, চিন বেশ কয়েকবারই স্থিতাবস্থা বদলের চেষ্টা করেছে। কিন্তু আমাদের জওয়ানরা তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন। লোকসভায় এদিন তিনি জানিয়েছেন, সীমান্ত বিবাদ খুবই গুরুতর বিষয়। দুই দেশ শান্তি স্থাপনের বিষয়ে সহমত। আশা করা যায়, শান্তিপূর্ণ আলোচনায় সমাধান মিলবে। কিন্তু ভারত-চিন সীমান্তে বিবাদ মেটেনি। এখনও সমাধানসূত্রও পাওয়া যায়নি। সংসদের কাছে আমার অনুরোধ, ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করার জন্য সীমান্তে সশস্ত্রবাহিনীর জওয়ানরা যেভাবে লড়াই চালাচ্ছেন, তাতে তাঁদের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর জন্য একটি প্রস্তাব পাশ করা হোক। আমরা যে কোনও পরিস্থিতির মোকাবিলায় তৈরি।