শুক্রবার মন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই পদত্যাগ পত্র পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী কাছে। পদত্যাগপত্র দেওয়া হয়েছে রাজ্যপালের কাছেও। রাজ্যের বনমন্ত্রী ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে মন্ত্রিত্ব ছাড়লেও এখনও ডোমজুড়ের বিধায়ক পদেই রয়েছেন তিনি। দলের প্রাথমিক সদস্য পদও ছাড়েননি তিনি। ইস্তফা পত্র দেওয়ার পরই নবান্ন সুত্রে জানা যায়, রাজীবকে মন্ত্রীসভা থেকে অপসারন করেন মুখ্যমন্ত্রী। আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। তার আগের দিন রাজীব বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।
