বিধান নগর এলাকার দত্তাবাদ অঞ্চলে করোনা সেরে ওঠা রোগীদের পুনরায় চিকিৎসার আয়োজন করা হল। কারণ সমীক্ষায় দেখা গেছে, করোনা সেরে গেলেই সবাই ভাবছেন, তাঁরা সুস্থ হয়ে গিয়েছেন। কিন্তু বেশিরভাগের ক্ষেত্রেই দেখা গিয়েছে পরে, তাঁরা শারীরিক ভাবে অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছেন। সেই বিষয়ে সচেতনতা প্রচার করতেই রবিবার চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। প্রকল্পের নাম ছিল ‘প্রোটেক্ট
দ্যা ওয়ারিয়রস’। এই ধরণের উদ্যোগ সারা বাংলায় এই প্রথম গ্রহণ করা হল। প্রায় ১৬জন বিভিন্ন বিষয়ের প্রতিষ্ঠিত চিকিত্সকরা ৬৪ জন মানুষকে চিকিৎসা করেছেন, যাঁরা করোনা থেকে সেরে উঠেছেন।
