লক্ষ্য ২১ শের নির্বাচন। আর নির্বাচনে বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। বাংলা দখলে উঠে পরে লেগেছে গেরুয়া শিবির। সম্প্রতি রাজ্যে ঘুরে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তার আগেই রাজ্য সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এবার পালা প্রধানমন্ত্রীর। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতেই রাজ্যে আসতে পারেন নরেন্দ্র মোদী। সাংগঠনিক শক্তি-বৃদ্ধির লক্ষ্যেই এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল।
