সংসদে নির্মলা সীতারমণের পেশ করা বাজেট নিয়ে উচ্ছ্বসিত প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি। অত্যন্ত সক্রিয় ও স্বচ্ছ বাজেট পেশ করার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রকের গোটা টিমকে সাধুবাদ জানান তিনি। মোদি জানান, কোভিড-১৯ অতিমারীর মোকাবিলা করছে দেশ। এই বাজেটে স্বাস্থ্যের ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি, এবারের বাজেটে প্রত্যেক নাগরিকের ক্ষমতায়ণের কথা বলা হয়েছে। তাঁর মতে, এই বাজেট আত্মনির্ভর ভারতের দিশা দেখাবে। পাশাপাশি তিনি এও বলেন, ‘পরিকাঠামো ক্ষেত্রে আজকের বাজেট সংস্কার নিয়ে আসবে। বাজেট পেশের দু-এক ঘণ্টার মধ্যেই যার রেশ পড়েছে। বাজেটে স্বচ্ছতা রাখার চেষ্টা করেছে সরকার। এছাড়াও তিনি বলেন, ‘কৃষিক্ষেত্রে উন্নয়ন, চাষিদের আয়বৃদ্ধিতে বিশেষ নজর। এই বাজেটের হৃদয়ে আছে গ্রাম ও কৃষকরা।’
