কিষান রেল যাত্রার শুভসূচনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে। জানা গেছে মহারাষ্ট্রের সাঙ্গোলা থেকে পশ্চিমবঙ্গের শালিমার পর্যন্ত ১০০ তম কিষান রেল যাত্রার সূচনা করবেন তিনি। জানা গেছে,আগামী ২৮ ডিসেম্বর বিকেল সাড়ে চারটের সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার এবং পীযূষ গোয়েলও উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। এই রেল পরিষেবায় ফল-সবজি নির্দিষ্ট জায়াগায় পৌঁছে
দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই পরিবহণে ভারত সরকার ৫০% ভর্তুকিও বাড়িয়েছে। প্রসঙ্গত, চলতি বছরে ৭
আগস্ট প্রথম কিষান রেল দেবলালী থেকে দানাপুর পর্যন্ত চালু হয়েছিল। পরে তা মুজফফরপুর পর্যন্ত প্রসারিত
হয়।
