কোন্নগরের বিভিন্ন এলাকায় বিধায়ক প্রবীর ঘোষালের ছবি দিয়ে পড়লো দাদার অনুগামী লেখা ব্যানার, তাতে রয়েছে গেরুয়া রং। যার ফলে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার সকালে এই বিষয়টি সকলের নজরে আসে। প্রসঙ্গত, কিছুদিন আগেই সাংবাদিক বৈঠকে তৃণমূল দল এবং দলের মুখপাত্রের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন বিধায়ক প্রবীর ঘোষাল। এরপর বিধায়কের অফিসের সামনে বিক্ষোভ দেখায় তৃনমূল কর্মীরা এবং তার নামে ওঠে গদ্দার স্লোগান। বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তৃণমূল দলের একাংশ। তবে তার এই গেরুয়া ব্যানার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে রাজনীতির অন্য সমীকরণ তৈরি করছে বলে মনে করা হচ্ছে। কিন্তু তিনি গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন কিনা, সে ব্যাপারে কিছু জানান নি।
