গত একশো বছরে যা হয়নি, এবার সেটাই করে দেখাল মারণ ভাইরাস করোনা। গত একশত বছরে এই প্রথমবার পিছিয়ে দেওয়া হল ব্রাজিলের বিখ্যাত রিও–র কার্নিভাল। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, করোনার অতিমারীর কারণে ভিড় এড়াতে এই কার্নিভাল আপাতত স্থগিত রাখার নির্দেশ মিলেছে । বর্তমানে যা পরিস্থিতিতে তাতে কোনওভাবেই এত বড় কার্নিভাল নিরাপদে করা সম্ভব নয়, এমনটাই দাবি করেছে, আয়োজক রিও-র লিগ অফ সাম্বা স্কুল LIESA। ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেইরো–র এই কার্নিভাল পৃথিবী বিখ্যাত। গোটা বিশ্ব থেকে বহু মানুষ ভিড় করেন এই শহরে। মূলত প্রতিবছর ফেব্রুয়ারি মাসে এই কার্নিভালের আয়োজন করা হয়। কিন্তু বর্তমানে এখনও ভ্যাকসিন বাজারে না আসায়। প্রতিদিন সেদেশে বাড়ছে কোভি আক্রান্তের সংখ্যা। মোট আক্রান্তের নিরিখে বিশ্বে তৃতীয়স্থানে এখনও পর্যন্ত ব্রাজিল। আর তাই কোনওরকম ঝুঁকি নিতেই রাজি নয় প্রশাসন থেকে শুরু করে আয়োজকরা।
