নতুন বছরে ভ্যাকসিন নিয়ে সুখবর। সরকারিভাবে ফাইজারের করোনা টিকা ব্যবহারে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। করোনা ভ্যাকসিন হিয়েবে ফাইজারই প্রথম হু এর ছাড়পত্র পেল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যাকসিনে ছাড়পত্র দেওয়ার অর্থ হল, UNICEF-এর মতো হু’র সহকারী সংস্থাগুলিও এখন সরকারিভাবে এই ভ্যাকসিন কিনতে পারবে, এবং গরিব দেশগুলিকে সাহায্য করতে পারবে।
