তৈরী ১২০০ পুলিশ কর্মী, তৈরী ১০টি ওয়াচ টাওয়ার। কারন প্রথমে ক্রিসমাস ইভ, তারপর বড়দিন। বছর শেষে বাঙালির প্রিয় উৎসব। আর ক্রিসমাস মানেই শহরবাসী চোখ ধাঁধানো পার্ক স্ট্রিট। তবে এইবছর কোভিড পরিস্থিতিতে শীতের এই উৎসবে মেতে উঠবে শহরবাসী। সেই কারণেই এই বছর পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় রাখা হচ্ছে বিশেষ পুলিশি ব্যবস্থা। চলবে জোড়দার নজরদারি। ক্রিসমাস ইভ থেকেই পুরো পার্ক স্ট্রিট অঞ্চলকে পাঁচটি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি সেক্টরের দায়িত্বে থাকবেন একজন করে ডিসি পদমর্যাদার পুলিশকর্তা। থাকছেন একজন যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসার। পুলিশ সূত্রে খবর, এই বছর করোনা পরিস্থিতিতে পার্ক স্ট্রিটের রাস্তায় খাবারের দোকানে বসবে না। বার বার মাইক নিয়ে প্রচার করবে পুলিশ। যাতে পারস্পরিক দূরত্ব মেনে চলা হয়। প্রত্যেকের মুখেও যাতে মাস্ক থাকে।
