মেলবোর্ন আন্তর্জাতিক ভারতীয় ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে পরিচালক ইন্দ্রাশিস আচার্যের এবং ঋতুপর্ণা সেনগুপ্ত ও শাশ্বত চট্টোপাধ্যায়ের ছবি ‘পার্সেল’। আর তাতে খুব খুশী অভিনেত্রী।এটা নিয়ে তৃতীয়বার তার ছবি ওই ফিল্ম ফেস্টিভ্যাল নির্বাচিত হল। প্রথমবার নির্বাচিত হয়েছিল রাজকাহিনী, গতবছর ছিল আহারে এবার পার্সেল। এবছর ভার্চুয়ালি, শো হবে। ঋতুপর্ণা জানান আগামী ১৫ অক্টোবর ফের একবার মুক্তি পাচ্ছে
‘পার্সেল’ ছবিটি।
