জাতীয় সড়কের উপর এক সাইকেল আরোহীকে প্রাইভেট কারের ধাক্কা। ঘটনাস্থলে মৃত্যু হল ওই সাইকেল আরোহীর। মৃত ব্যক্তির নাম দুলাল সাউ। জানা যায়, রবিবার সকালে বেলদা উড়িষ্যা আগামী ৬০ নম্বর জাতীয় সড়ক সালাজপুরের কাছে রাস্তা পারাপার করার সময় ওই সাইকেল আরোহীকে একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় মানুষজন। তাদের দাবি, যানবাহন গুলি গতি কমিয়ে যাতে রাস্তা দিয়ে যাক। অনিয়ন্ত্রিতভাবে চলার ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। রাস্তা অবরোধের জেরে বেশ কিছুক্ষণ ধরে যানজট সৃষ্টি হয় জাতীয় সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বেলদা থানার পুলিশ এবং পথ অবরোধ তুলে দেয়। পুলিশি হস্তক্ষেপে যানজট মুক্ত হয় জাতীয় সড়ক।
