উদ্বেগ নরওয়েতে, করোনা থেকে বাঁচতে টিকা নিয়ে মৃত্যু ২৩ জনের। সূত্রের খবর, কয়েক দিন আগে ফাইজার বায়োএনটেক টিকা নিয়েছিলেন সংশ্লিষ্টরা। করোনা ভ্যাকসিন নেওয়ার পরই একের পর এক মৃত্যু নরওয়েতে। জানা গিয়েছে, ২৩ জনের মধ্যে ১৩ জনের মৃত্যুর আগে তাদের ডায়রিয়া, বমি বমি ভাব সহ জ্বর হয় প্রত্যেকের তারপরই শারীরিক অবস্থার অবনতি হয়। সবমিলিয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যাটা তেইশ। নাইজেরিয়ার নিয়ামক সংস্থা জানিয়েছে, যাদের শরীর দুর্বল, তাদের ক্ষেত্রে ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার মারাত্মক পরিণতিও হতে পারে। এখন নরওয়ে জুড়ে শুধু করোনা ভ্যাকসিনের আতঙ্ক। অপরদিকে, শনিবার থেকেই ভারতে শুরু গণ টিকাকরণ কর্মসূচি। তারই মধ্যে এই খবর নিঃসন্দেহে উদ্বেগের কারন গোটা বিশ্বের কাছে।
