উদ্বোধন পত্রিকার কার্যালয়ের একাংশ অগ্নিকান্ডে পুড়ে ক্ষতিগ্রস্ত। বুধবার বাগবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের জেরে মায়ের বাড়ির অফিসের একাংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে। উদ্বোধন পত্রিকার কার্যালয়ে সম্পাদকের ঘরের সংলগ্ন ঘর গুলিও এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত। ঘরের সমস্ত দেওয়ালের রঙ পুড়ে গিয়েছে। পাশাপাশি পুড়ে গিয়েছে বেশ কিছু বই ও নথি। আগুনের তাপে গলে গিয়েছে জানলার কাঁচ। এমনকি পুড়ে গিয়েছে জানলার কাঠের ফ্রেমগুলিও। সূত্রের খবর, গতকালের ওই বিধ্বংসী অগ্নিকাণ্ডে একশো-বাইশ বছরের এই উদ্বোধন পত্রিকার কার্যালয় যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে ।
