প্রায় ৩০ হাজার রোহিঙ্গা ঢুকে পড়েছে হায়দরাবাদে। তাদের নামও জুড়ে গিয়েছে ভোটার তালিকায়। আর তাতে সাহায্য করেছে আসাউদ্দিন ওয়েইসি ও তাঁর দলবল। এমনই অভিযোগ করা হয়েছিল বিজেপির তরফ থেকে আর এরই পাল্টা দিয়ে ওয়েইসি বলেন, বিজেপি কী করবে বুঝে উঠতেই পারছেনা, হায়াদরাবাদে প্রায় ৩০ হাজার রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে থাকলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি এতদিন ঘুমোচ্ছিলেন। বিজেপি ইচ্ছে করে এসব ভিত্তিহীন অভিযোগ করছে। তাঁর তো খোঁজ রাখা উচিত ছিল। অনুপ্রবেশ আটকানো উচিত ছিল বলে জানান অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন এর নেতা আসাউদ্দিন ওয়েইসি।
