মঙ্গলবার পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলনে নামলেন জলপাইগুড়ির ওয়েস্টবেঙ্গল ন্যাশনাল হেলথ মিশন জয়েন্ট অ্যাসোসিয়েশনের কর্মীরা। করোনা পরিস্থিতির মধ্যেও জেলার প্রায় পাঁচ শতাধিক এনএইচএম ও এনইউএইচএম কর্মীরা কাজ করে যাচ্ছেন। জীবনের ঝুঁকি নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ও হাসপাতালগুলিতে কাজ করছেন তারা। তাদের দাবি, আগে নানা অভিযোগ জানিয়েও কোন লাভ হয়েনি। মঙ্গলবার ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতাল চত্বর থেকে এক মিছিল বের করে ডায়মন্ড হারবারের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে গিয়ে নিজেদের দাবি পত্র তুলে দিলেন কর্মীরা।
