দেশজুড়ে করোনা ভাইরাসের প্রভাব এখনও অব্যাহত। প্রতিদিন সংক্রমনের হ্রাস বৃদ্ধি হলেও তা পুরোপুরি নিয়ন্ত্রনে আসছে না। এর মাঝেই স্বরাষ্ট্র মন্ত্রক করোনা নিয়ন্ত্রণের কিছু নতুন গাইডলাইন জারি করেছে, যা মঙ্গলবার অর্থাত্ আজ থেকেই কার্যকর হবে। কেন্দ্রের তরফে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে নাইট কারফিউ ও স্থানীয় যাবতীয় বিধিনিষেধ আরোপের অনুমতি দিয়েছে। তবে কেন্দ্রের পরামর্শ ছাড়া কনটেন্টমেন্ট জোনগুলির বাইরে কোনও লকডাউন জারি করতে পারবে না রাজ্যগুলি। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, রাজ্য সরকার অফিসগুলোর সময়সীমা এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে পারে। পাশাপাশি যেখানে সাপ্তাহিক ক্ষেত্রে পজিটিভিটি হার ১০ শতাংশেরও বেশি, সেক্ষেত্রে অফিসগুলিতে কর্মীদের উপস্থিতির সংখ্যা কমাতে পারে। নির্দেশিকা অনুযায়ী স্থানীয় জেলা, পুলিস ও পৌরসভাগুলি নজর রাখবে যে তাদের এলাকায় বিধিনিষেধ ঠিকমতো পালন হচ্ছে কিনা সাথেই অন্যান্য দায়িত্ব গ্রহন করবে। কেন্দ্রের বিধিনিষেধ না মানলে রাজ্য সরকার সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে পারবে। প্রয়োজনে জরিমানাও ধার্য করতে পারে। এ ছাড়াও কন্টেন্টমেন্ট জোনগুলিতে কড়া নজরদারি চালানো হবে এবং কোভিড পজেটিভ রোগীদের দ্রুত চিকিত্সার ব্যবস্থা করতে হবে।
