সারা দেশের পাশাপাশি স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্ম দিবস পালন করা হল নদিয়ার নবদ্বীপে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার সকালে নবদ্বীপের বড়াল ঘাট এলাকা থেকে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। স্বামীজির প্রতিকৃতি সহ বর্ণাঢ্য এই শোভাযাত্রার অগ্রভাগে উপস্থিত থেকে শহর প্রদক্ষিণ করেন নবদ্বীপের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা। বিধায়ক ছাড়াও এই দিনের পদ যাত্রায় উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক বিমান কৃষ্ণ সাহা সহ অন্যান্যরা। এছাড়াও ছিলেন তৃণমূলের মহিলা কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের শতাধিক কর্মী সমর্থক, সাধারণ শহরবাসী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
