সংসদেই দেখা মেলে না ডায়মন্ড হারবারের সাংসদের। এভাবে নাম না করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বুধবার দু দিনের রাজ্য সফরে এসেছেন জেপি নাড্ডা। বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে এক সভায় যোগ দেন তিনি। সেখান থেকে বিজেপির বিরোধী তৃণমূল কংগ্রেসকে আক্রমণের লক্ষ্যবস্তু করলেন। একইসঙ্গে তাঁর অভিযোগ যাত্রাপথে শিরাকোলে তাঁর কনভয়ের ওপর হামলা চালিয়েছে তৃণমূলীরা। ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে বাংলা অরাজকতা, অসহিষ্ণুতার রাজ্যে পরিণত হয়েছে৷ মা দুর্গার কৃপায় এখানে পৌঁছেছি৷ তৃণমূলের কর্মী, গুন্ডারা গণতন্ত্রের গলা টিপে হত্যা করতে চেষ্টার কোনও ত্রুটি রাখেনি৷ কিন্তু এই অরাজকতা বেশি দিন চলবে না৷ আপনার সরকার যাবে, বাংলায় কমল ফুটবে৷’নাড্ডা দাবি করেন, তাঁর গাড়ি বুলেট প্রুফ হওয়ায় তিনি রক্ষা পেয়েছেন৷ কিন্তু রাহুল সিনহা, কৈলাস বিজয়বর্গীয়র মতো নেতাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন৷ আরও অভিযোগ করেছেন, সংস্কৃতি, সভ্যতা, সভ্য ভাষার জন্য বাংলার সুনাম ছিল৷ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে উপরে নিয়ে যাওয়ার বদলে নীচে টেনে নামাচ্ছেন৷ নাড্ডার প্রশ্ন , রবীন্দ্রনাথ, অরবিন্দ কি ‘তুই তোকারির’ ভাষা শিখিয়েছিলেন? তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় এসে ফের সোনার বাংলা গড়বে৷ অভিযোগ, পুলিশ-প্রশাসনের রাজনীতিকরণ হয়েছে বাংলায়৷
