অতিমারি করোনার বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে লড়ে চলেছে রাজ্য সহ গোটা বিশ্ব। কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস প্রান কেড়েছে মানুষের। সেই তালিকা থেকে বাদ যায়নি তারকারাও। মূলত, তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেতেই কলকাতার চিকিৎসকেরা একটি মিউজিয়াম তৈরির পরিকল্পনা করছেন। এই মিউজিয়ামে শোনানো হবে করোনা যোদ্ধাদের কাহিনিও। মিউজিয়ামে থাকবে করোনা সংক্রান্ত যাবতীয় জিনিসের পাশাপাশি রাখা হবে করোনা মোকাবিলায় সর্বসঙ্গী পিপিই কিট, মাস্ক ও স্যানিটাইজার। এছড়াও এই মারণ ভাইরাসের বিরিদ্ধে লড়ার জন্যন মানুষ এত দিন যে সমস্ত সুরক্ষা নিয়েছে, সেই সংক্রান্ত সব জিনিস থাকবে মিউজিয়ামে। যখন গোটা পৃথিবী এই মারন ভাইরাসের প্রকোপ সামলে নেবে, তখন মানুষের স্মৃতি থেকে চিকিৎসকদের কথা ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কথা মুছে যাবে। সেটা যাতে না হয়, মূলত সেই লক্ষ্যেই এই মিউজিয়াম তৈরির কথা ভাবা হয়েছে বলে জনালেন চিকিৎসকেরা। আপাতত রাজ্য সরকারের অনুমতি ও সরকার থেকে এক খণ্ড জমির আশায় রয়েছেন পশ্চিমবঙ্গের চিকিৎসকেরা।
