আসানসোলের বার্নপুর রোডে একটি বহুতল আবাসনে আগুন। দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রনে আসে আগুন। আবাসিকদের বক্তব্য, সকালে আবাসনে বিদ্যুত ছিল না। বিদ্যুত দপ্তরের কর্মীরা এসে কাজ করে যায়। তার বেশ কিছুক্ষন পরে আবাসিকেরা ধোঁয়া বের হতে দেখে। আবাসিকদের চিত্কার শুনে সকলে ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিদর্শনে আসেন আসানসোল পৌরপ্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। প্রথমিক অনুমান, সটর্সাকিট থেকেই আগুন লাগতে পারে।
