রাজ্য সরকারের সিদ্ধান্তে বিনা পয়সায় রেশন দেওয়ার ফলে বিপাকে পড়েছেন রেশন ডিলাররা। করোনা জেরে বেশিরভাগ মানুষই কাজ হারিয়েছেন। তাদের কিছু খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করার জন্যই সরকারের এই সিদ্ধান্ত। পূর্বে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন ২ টাকা কেজি দরে চাল পাবেন গ্রাহকরা আর তা থেকেই কমিশন পেতেন রেশন ডিলাররা। তারা জানান বিনা পয়সায় রেশন দেওয়ার কারনে সেই সমস্ত কমিশন বন্ধ হয়ে গেছে, শুধু তাই নয় কাজও আগের থেকে অনেকটা বেড়েছে। কর্মচারীদের বেতন দেওয়া মুশকিল হয়ে পড়েছে রেশন ডিলারদের। তাই এর থেকে নিস্তার পেতে সোমবার ঘাটালের বিডিওর কাছে ডেপুটেশন জমা করেন খড়গ্রাম ব্লকের রেশন ডিলাররা। ডিলাররা অনুরোধ করেছেন, যত তাড়াতাড়ি সম্ভব তাদের যেন কমিশনের ব্যবস্থা করে দেওয়া হয়। বিডিও তাদের দাবি গুলি বিবেচনা করবেন বলে আশ্বাস দেন।
