সোমবার ফিট ইন্ডিয়া দিবস পালিত হল মুর্শিদাবাদের জলঙ্গি সিমান্তে। জলঙ্গি বিওপির ডিআইবি ইন্সপেক্টর বাসুদেব শর্মা এবং বালবীর সিংয়ের নেতৃত্বে বিএসএফ ব্যাটেলিয়নের প্রায় ৫০জন জওয়ানদের নিয়ে, ১০ কিলোমিটার দৌড়ে পথ পরিক্রমা করে পালিত হল এই দিনটি। জানা গিয়েছে, এদিন ভারত মাতার শ্লোগান দিয়ে ভারতের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে জলঙ্গি সিমান্তের বিওপিতে ফিট ইন্ডিয়া দিবস পালিত হয়।
