মুর্শিদাবাদের কান্দি মহাকুমা টাউন কমিউনিস্ট পার্টি এবং সিপিআই এর পক্ষ থেকে বুধবার ব্লক অফিসে পূর্ব ঘোষিত ডেপুটেশন কর্মসূচি জমা করা হয়। সিপিআই কান্দি ব্লক কমিটির সম্পাদক মুস্তফা রহমান জানান, সারা রাজ্য জুড়ে এই বিক্ষোভ তারা প্রদর্শন করেন। সারা রাজ্য জুড়ে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে এবং বিজেপি দলের যে পদক্ষেপ তার বিরুদ্ধেই এই প্রতিবাদ। এছাড়াও তারা জানান, গরিব দুখি মানুষদের ওপর যে অত্যাচার করা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। দুই সরকার যদি একই কার্যক্রম চালাতে থাকে তাহলে তাদের আন্দোলন বহাল থাকবে। তবে কান্দি ব্লক অফিসের বিডিও নীলাঞ্জন মন্ডল অনুপস্থিত থাকায় তারা ক্ষুব্দ হয়ে ব্লক অফিসের সামনে ধর্ণা দেন। তারা আরো জানান তৃণমূলের দালালির জন্য বিডিও সাহেবের গরহাজির।