ভারতের দুটো ভ্যাকসিন কোভিশিল্ড এবং কোভ্যাকসিন ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের পাশাপাশি জেলায় চলে এসেছে। তবে এই দুটি ভ্যাকসিনের পাশাপাশি আরও দুটি ভ্যাকসিন আশার আলো দেখাচ্ছে দেশবাসীকে। ভারতে পরবর্তী পর্যায়ে যে ভ্যাকসিনগুলি আসতে পারে সেগুলি হল জাইডাস ক্যাডিলা, রাশিয়ার স্পুটনিক ভি, বায়লজিকাল ই এবং জেনোভা৷ এই সবগুলি ভ্যাকসিনেরই অ্যাডভান্স পর্যায়ের ট্রায়াল চলছে৷ ভ্যাকসিন প্রস্তুতকর্তাদের দাবি এই ভ্যাকসিন ৯১.৪ শতাংশ কার্যকরী৷
