বিপাকের মুখে সিবিআই। সিবিআই দফতরের হেফাজত থেকেই ১০৩ কেজি সোনা পাওয়া যাচ্ছে না। তামিলনাড়ুতে সিবিআই হেফাজত থেকে প্রায় ৪৩ কোটি টাকার সোনা পাওয়া যাচ্ছে না। শুক্রবার তামিলনাড়ু সিআইডিকে তদন্তের আদেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। উল্লেখ্য, ২০১২ সালে ওই সোনা বাজেয়াপ্ত করে সিবিআই। সুরানা কর্পোরেশন লিমিটেড নামে একটি কোম্পানি থেকে ৪০০.৪৭ কেজি সোনা বাজেয়াপ্ত করা
হয়। সোনার বাট ও গহনা মিলিয়ে ওই সোনা আসে সিবিআইয়ের হাতে। সুরানার লকার সিল করে দেয় কেন্দ্রীয় তদন্ত সংস্থা। সিবিআইয়ের দাবি ওই লকারের চাবি তারা জমা দিয়েছিল চেন্নাইয়ে সিবিআইয়ের বিশেষ আদালতে।
