গভীর রাতে হঠাৎই ইউক্রেনে ভেঙে পড়ল একটি সামরিক বিমান। মোট ২৭ জন যাত্রী ছিল ওই বিমানে। ২২ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ পাঁচ জন। নিছক দুর্ঘটনা নাকি বায়ু সেনার এই বিমান হামলার শিকার হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পূর্ব ইউক্রেনের চুহুইভ শহরের কাছে ঘটনাটি ঘটেছে। গভীর রাতের এই বিমান দুর্ঘটনার পর এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিস ও সেনা। চুহুইভ শহরের একটি সামরিক বিমানঘাঁটি থেকে মাত্র তিন কিমি দূরে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। সামরিক বিমান ভেঙে পড়ার ঘটনায় রুশ মদতপুষ্ট বিদ্রোহীদের হাত থাকতে পারে মনে করছে ইউক্রেনের সামরিক বাহিনী।
