শীতের আমেজে উধাও শীত। দিন দিন বাড়ছে তাপমাত্রার পারদ। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সেখানে বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আরও কিছুদিন এমনভাবেই পারদ চড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে ৭ জানুয়ারি। সাথেই আগামী কয়েকদিনে ৫ ডিগ্রি পারদ নামার সম্ভাবনা রয়েছে।
