শনিবার মহত্মা গান্ধীর ৭৩ তম প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে দেশজুড়ে পালিত হল ‘শহিদ দিবস’। গান্ধীজির প্রয়ান দিবসে রাজঘাটে মহাত্মা গাঁধীর সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী। এবার কেন্দ্রীয় সরকার স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ২ মিনিট নীরবতা পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সব রাজ্য সরকার এবং কেন্দ্রের সব মন্ত্রককেই ‘শহিদ দিবস’ পালন করতে বলা হয়েছিল কেন্দ্রের তরফ থেকে। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, শহিদ দিবস উপলক্ষে সকাল ১০টা ৫৯ থেকে ১১টা পর্যন্ত ১ মিনিট ধরে দেশজুড়ে বাজাতে হবে সাইরেন। তারপর ১১টা থেকে পালন করলে হবে ২ মিনিট নীরবতা। সাইরেন শুনতে পেলেই যে যেখানে থাকুক, সব কাজ ফেলে উঠে দাঁড়িয়ে নীরবতা পালনে অংশ নিতে হবে।
