মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো মাওবাদী প্যাকেজের দাবি তুলে বিক্ষোভ আত্মসমর্পণকারী মাওবাদীদের। সোমবার পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ দেখান জেলাশাসক দপ্তর ঘেরাও করে। পরে জেলাশাসকের নিকট একটি স্মারকলিপি জমা দেন তারা। তাদের দাবি পূরণ না হলে পুনরায় মাওবাদী সংগঠনে ফিরে যাওয়ার হুঁশিয়ারি দিলেন তারা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানোর প্রতিশ্রুতি দিয়েছেন জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায়। রাজ্যে পালা বদলের পর একদা মাও অধ্যুষিত জঙ্গলমহলের পুরুলিয়ায় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো আত্মসমর্পণ করেন মাওবাদীরা। তারপরও সরকারী চাকরি পায়নি বলে অভিযোগ। তাই নিজেদের দাবি পূরণে আবার পথে নামলেন তারা।
