মিশরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রী খালিদ এল আনানি জানিয়েছেন, পুরাতত্ত্ববিদরা কায়রোর দক্ষিণে একটি গোরস্থান থেকে বেশ কিছু প্রাচীন কফিন পেয়েছেন। অন্তত ৫৯টি সিল করা কফিন পাওয়া গিয়েছে, যার বেশীর ভাগের মধ্যেই মমি রয়েছে। এই কফিনগুলি ২,৬০০ বছরেরও বেশি পুরনো, তিনটি কুঁয়োয় পুঁতে রাখা হয়েছিল এগুলিকে। সাক্কারার বিখ্যাত জোসের স্টেপ পিরামিডে এক সাংবাদিক বৈঠকে আনানি
জানিয়েছেন এ কথা। এখান থেকেই পাওয়া গিয়েছে কফিনগুলি। মমির কফিনকে বলা হয় সার্কোফাগি, একটি খুলে ভেতরের মমিও দেখানো হয়। ২৯২০ খ্রীষ্টপূর্বাব্দ থেকে ২৭৭০ খ্রীষ্টপূর্বাব্দ আবার ৩৯৫ খ্রীষ্টাব্দ থেকে ৬৪২ খ্রীষ্টাব্দ পর্যন্ত বহু রাজারাজড়া ও আধিকারিকের মমি রয়েছে এখানে বলেও জানা গিয়েছ।
