শনিবারই অমিত শাহের মেদিনীপুরের কলেজ মাঠের সভায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন
শুভেন্দু অধিকারী। তৃণমূলের এক সময়ের বিশ্বস্ত সৈনিক ছিলেন তিনি। আর তাকেই কড়া ভাষায় আক্রমন
করলেন তৃণমূল নেতা কল্যান বন্দোপাধ্যায়। এদিনের জনসভা নিয়ে তিনি বলেন, মেদিনীপুর কলেজ ময়দানে
খেলতাম, কত লোক হয় জানা আছে’ ‘রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুভেন্দুর লোকরা গিয়েছেন ‘তাতেও মাঠ
ভরেনি, মেদিনীপুরের লোক ওখানে ছিল না’। পাশাপাশি শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘১৯৯৮ সালে তৈরির সময় আপনি তৃণমূলে ছিলেন না’ ‘সে জন্য আপনি শুরু থেকে ছিলেন, এই দাবি করবেন না’ ‘শিশির অধিকারী তৃণমূলের শুরু থেকে ছিলেন’ ‘আপনার বুকের পাটা নেই, আপনি কাপুরুষ’ ‘কাপুরুষ বলে ভাইপোর নাম নিতে পারলেন না’। তৃণমূল সরকারের আমলে উন্নয়ন হয়নি বলে শুভেন্দু অধিকারী তাঁর চিঠিতে উল্লেখ করেছেন, সেই নিয়ে কল্যান বন্দোপাধ্যা বিঁধলেন তাঁকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘উন্নয়ন হয়নি বলছেন, আপনি তো পরিবহণমন্ত্রী ছিলেন’ ‘তাহলে কি সেফ ড্রাইভ, সেভ লাইফে আপনি কি ব্যর্থ?’ এরপর আবারও বিজেপি কে তীব্র আক্রমণ করে বলেন,‘বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, পারেননি’ ‘সব রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দিচ্ছে মোদি সরকার’ ‘বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল বিজেপি’ ‘বিজেপি ৫০টা আসনও পেরোতে পারবে না’ ‘মমতাই ২১০-র বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে’।
