শনিবার নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তীতে কলকাতাকে দেশের অন্যতম রাজধানী হিসেবে ঘোষণা করার দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সামনের একুশের নির্বাচনকে, পাখির চোখ করে চলছে রাজ্য-রাজনীতি। এমন টানটান পরিস্থিতিতে বাঙালির নেতাজি আবেগকে হাতছাড়া করতে নারাজ দু-পক্ষই। তাকে হাতিয়ার করেই ভোটের ময়দানে নেমেছেন মমতা-মোদী। শুধু কলকাতাই নয়, দেশের চার প্রান্তে চারটি রাজধানী ঘোষণা করার দাবি জানিয়েছেন মমতা৷ এদিন মুখ্যমন্ত্রী বীর সন্তানকে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন। এবং শ্যামবাজার থেকে রেড রোড পর্যন্ত পজযাত্রা করেন। শুধু তাই নয় দেশ নায়কের জন্মদিনেও একের পর এখ কেন্দ্রকে তোপ দাগেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, সংসদ বসুক দেশের চার প্রান্তেই। কলকাতাকেও অন্যতম রাজধানী করা হোক। পাশাপাশি আন্দোলনে কলকাতার গৌরবময় ভূমিকার কথা মনে করিয়ে মমতা বলছিলেন, “নেতাজির নাম বললে আমার হৃদয়ে আবেগের সৃষ্টি হয়৷ নেতাজিকে দুই পাতার বই পড়ে জানা যাবে না৷
