নতুন ভাবে আসতে চলেছে মাঝেরহাট ব্রীজ। পুজোর আগে চালু হতে পারে এই ব্রীজ। লাইনের ওপরের অংশ ঝুলন্ত। এই ব্রীজে থাকছে অত্যাধুনিক ব্যাবস্থাপনা। ভারী গাড়ি উঠলেই ফোনে আসবে সংকেত। ৮৪ টি কেবলে ঝুলেবে লাইনের উপরে থাকা অংশ। প্রসঙ্গত, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে হুড়মুড়িয়ে ভেঙে পরেছিল এই ব্রীজ। ঘটনায় আহত হয়েছিল বহু মানুষ। মৃত্যুও হয়েছিল বেশ কয়েকজনের। কলকাতায় এই প্রথম কেবল স্ট্রেট রেল ওভারব্রিজ হবে। দেখতে হবে অনেকটা দ্বিতীয় হুগলি সেতুর মতো। নতুন রূপে মাঝেরহাট সেতু চালু হলে বেহালা, নিউআলিপুর, ঠাকুরপুকুর-সহ দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশের সঙ্গে কলকাতার যোগাযোগ আগের মতোই স্বাভাবিক হবে।
