রাজ্যের কারণেই আটকে মাজেরহাট ব্রিজ। ব্রিজ দেরিতে খোলা নিয়ে এবার রাজ্য সরকারকেই দায়ী করল রেল। এদিকে মুখ্যমন্ত্রী দাবি করেন রেলের কারণে ব্রিজ চালু করা সম্ভব হয়নি। তবে ব্রিজের কাজ থমকে যাওয়ার নিয়ে পাল্টা রাজ্য সরকারকেই দায়ী করছে রেল। সূত্রের খবর, রেলের তরফ থেকে জানানো হয়েছে যে প্রথম ৪ মাসের মধ্যে ব্রিজের নকশা বদল করা হয়েছে এবং ব্রিজে ২৯ টি ভুল পাওয়া গেছে, আর সেই ভুল সংশোধন করতে দেরি হয়েছে। মাঝেরহাট সেতু চালু হলে বেহালা, নিউআলিপুর, ঠাকুরপুকুর সহ দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার সঙ্গে কলকাতার যোগাযোগ আগের মতোই স্বাভাবিক হবে।
