২০২০ সালের জুন মাসে বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সামনে এসেছে অনেক কাহিনি। সুশান্তের মৃত্যুর পর তাঁর বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে উঠতে শুরু করে অভিযোগের আঙুল। সুশান্ত মামলায় না হলেও মাদকচক্রে জেল যাত্রা হয়েছিল রিয়া চক্রবর্তী। তাঁর জেল যাত্রাই শেষ করে দিয়েছে তাঁর কেরিয়ার। সম্প্রতি সোনালী কুল্লার শ্রফ নামে এক মহিলা, ট্যুইটারে এভাবেই রিয়াকে আক্রমণ করেন। ওই মহিলাকে উত্তর দিতে গিয়ে রিয়ার সমর্থনেই মুখ খুললেন মহেশ ভাটের স্ত্রী সোনি রাজদান। তিনি বললেন, রিয়া চক্রবর্তী উন্নতি করবেন নিজের কেরিয়ারে। রিয়াকে যাঁরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে জেলে পাঠিয়েছেন, তাঁরা ওই কর্মের ফল ভুগতে শুরু করেছেন। পাশাপাশি তিনি এও বলেন, ইচ্ছেকৃতভাবে ফাঁসানো হয়েছে রিয়াকে। কেন কেউ তাঁর সঙ্গে কাজ করবেন না? রিয়া ভবিষ্যতে আরও ভাল কাজ করবেন বলে আশাপ্রকাশ করেন মহেশ ভাটের স্ত্রী।