নতুন বছরে নতুন রূপে ফিরতে চলেছে রাজ্য প্রশাসনের সদর দফতর। দীর্ঘ সংস্কারের পর অবশেষে নতুন রূপে আত্মপ্রকাশ ঘটতে চলেছে মহাকরণের। প্রশাসন সূত্রে খবর, মহাকরণ সংস্কারে মোট ১৫০ কোটি টাকা খরচ ধরা হয়েছিল। এখনও অবধি ৪০ কোটি টাকার কাজ হয়েছে বলে সূত্রের দাবি। এমনকি ফ্লোরিং আর ফিনিশিংয়ের কাজ বাকি, বাদবাকি সবই হয়ে গিয়েছে।
