মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ২৪ ডিসেম্বর বিধাননগর কর্পোরেশন এর 16 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা বর্তমান সমন্বয় সাধক সন্দীপ বাগুই এর প্রচেষ্টায় বাগুইআটি-দীঘা ও বাগুইআটি-মেদিনীপুর দূরপাল্লার বাস পরিষেবার শুভসূচনা হয়ে গেল। এসবিএসটিসি বাস পরিষেবা অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত কারিগরি মন্ত্রী পূর্ণেন্দু বসু এবং রাজ্যসভার সংসদ শ্রীমতি দোলা সেন। এছাড়াও ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। এসবিএসটিসি পরিবহন দপ্তরের চেয়ারম্যান আইএএস শ্রী রাজেশ কুমার সিনহা এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা আইএএস ডক্টর গোদালা কিরণ কুমার। সৌগত রায় জানান, বাগুইআটি যেহেতু রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের অন্যতম প্রাণকেন্দ্র তাই এখান থেকে দূরপাল্লার বাস পরিষেবা অত্যন্ত জরুরি ছিল অঞ্চলের মানুষের জন্য যা বাস্তবায়িত হলো। স্থানীয় বিধায়ক পূর্ণেন্দু বসু বলেন রাজ্য সরকার ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বিশেষ সহযোগিতা ও স্থানীয় সমন্বয় সাধক সন্দীপ বাগুইের উদ্যোগে বাগুইআটি থেকে দীঘা এবং বাগুইআটি থেকে মেদিনীপুর বাস পরিষেবা চালু হওয়া বাগুইআটি বাসীর কাছে বড়দিনের উপহার স্বরূপ। সন্দীপ বাবু জানান এ ধরনের প্রচেষ্টা তার দীর্ঘদিনের তবে বাস্তবায়িত হয়েছে মাত্র 15 দিনের মধ্যে,তিনি আরো জানান যে স্বল্প মূল্য ধার্য রেখে আপাতভাবে দূরপাল্লার দুটি রুটের বাস চালু করা হলেও আগামী দিনে মানুষের সাড়া পেলে এই বাস পরিষেবা আরো বাড়ানো হবে।
