আবার চিনে বাড়ছে আক্রান্তের সংখ্যা। চিনের রাজধানী বেজিংয়ে বেশ কয়েকজন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বুধবার শহরের একাংশে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই সেখানকার বাসিন্দাদের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। সমস্ত পড়ুয়াদের বাড়িতে থাকতে বলা হয়েছে। জন সমাগম হয় এরকম এলাকা, অফিস, হোটেল, রেস্তরাঁ, কারখানা এবং সমস্ত সুপারমার্কেট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
