রাজস্থানের জালোর শহরের অন্তর্গত মহেশপুরা এলাকায় যাত্রী বোঝাই বাসের সঙ্গে বৈদুতিন তারে ধাক্কা লেগে আগুন ধরে যায় গোটা বাসে। সূত্রের খবর, শনিবার রাতে যাত্রী-বোঝাই বাসটি মান্দোলি থেকে বেওয়ারের উদ্দেশ্যে যাচ্ছিল। তারপর, হঠাৎ-ই মাঝ রাস্তায় বাসটি পথভ্রষ্ট হয়ে যায়। বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বাসটিতে আগুন লেগে যায়। বাসের যাত্রীরা কোনও কিছু বোঝার আগেই আগুন গ্রাস করে নেই তাদের। দুর্ঘটনায় ৬ জন যাত্রী মারা যান এবং ৭ জন যাত্রী গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের যোধপুরের হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি স্থানীয়া, বিদ্যুৎ বিভাগকে এই ঘটনার জানানোর পর সঙ্গে সঙ্গে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তারপর যাত্রীদের নিরাপদে বাস থেকে নামানোর চেষ্টা চলে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে পৌঁছিয়ে ঘটনার তদন্ত করেন।
