গোটা হিন্দু সমাজকে বলছি রাজনীতি দূরে রেখে রাজ্যকে হিন্দু রাজ্য এবং এই দেশকে হিন্দুরাষ্ট্র তৈরি করার জন্য এক হোন। না হলে ২০২৯ সালের মধ্যে ইসলামিক রাষ্ট্র বানানোর পুরোপুরি পরিকল্পনা চলছে। সোমবার নদিয়ার কৃষ্ণনগরে শঙ্করাচার্য পরিষদ আয়োজিত একটি অনুষ্ঠান এসে একথা বললেন শঙ্করাচার্য পরিষদের সর্বভারতীয় সভাপতি স্বামী আনন্দ স্বরূপ। পরে একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তিনি বলেন, প্রতিটি হিন্দু সমাজকে এক করা, প্রাচীন ভারতের পুনঃনির্মাণ করাই আমাদের লক্ষ্য। সেই কারণেই সকল হিন্দুদের একত্রিত হয়ে এ রাজ্য কে হিন্দু রাজ্য এবং ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করার কথা বলছেন তিনি।
