অরুপ রায়কে দেখতে হাসপাতালে লক্ষীরতন শুক্লা স্বাস্থ্য January 26, 2021bhoomi2Leave a Comment on অরুপ রায়কে দেখতে হাসপাতালে লক্ষীরতন শুক্লা রাজ্য মন্ত্রী অরুপ রায় গতকাল অসুস্থ হয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁকে দেখতে গিয়েছিলেন রাজীব বন্দোপাধ্যায়। এবার তাঁকে দেখতে গেলেন লক্ষীরতন শুক্লা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি আপাতত স্থিতিশীল রয়েছেন।